Tuesday, January 10, 2017

কৃষি ক্ষেত্রে সাপের ভূমিকা

সাপ আমাদের পরিবেশের অনেক উপকার করে থাকে,আর কৃষি ক্ষেত্রে সাপের ভূমিকা অনেক । বর্তমানে আমাদের দেশের আবাদি জমিতে এক ফসলের পরিবর্তে বহুবিধ ফসলের চাষাবাদ হচ্ছে। যার ফলে ইঁদুর ফসলি জমিতেই প্রজাপ্ত খাদ্য পাচ্ছে।  প্রতিবছর বাংলাদেশে ইঁদুরের আক্রমণে আমন ধানের শতকরা ৫-৭ ভাগ, গম ৪-১২ ভাগ, আলু ৫-৭ ভাগ, আনারস ৬-৯ ভাগ নষ্ট করে । গড়ে জমিতে ৫-৭ শতাংশ এবং গুদামজাত শস্য ৩-৫ শতাংশ ক্ষতি করে । এই ছাড়া ৭-১০ ভাগ সেচ নালা নষ্ট করে প্রতি বছর , যা ফসল উৎপাদনের উপর প্রভাব ফেলে । ইরির ২০১৩ সালের এক গবেষণা মতে , এশিয়ার ইঁদুর বছরে যা ধান চাল খেয়ে নষ্ট করে তা ১৮ কোটি মানুষের এক বছরের খাবারের সমান । আর শুধু বাংলাদেশের ৫০ থেকে ৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। ইঁদুর শুধু আমাদের খাদ্য শস্য খেয়ে নষ্ট করে না বরং তা কেটে কুটেও অনেক নষ্ট করে । এদের মল মূত্র , লোম খাদ্য দ্রবের সাথে মিশে টাইফয়েড , জন্ডিস , চর্ম রোগে ও ক্রিমি রোগ সহ ৬০ ধরণের রোগ ছড়ায় । প্লেগ নামক মারাত্মক রোগের বাহক হচ্ছে ইঁদুর । ইঁদুর মাঠের ও ঘরের শস্য নষ্ট ছাড়াও বৈদ্যুতিক তার, টেলিফোনের তার, ও কম্পিউটার যন্ত্র কেটে নষ্ট করে।  বীজতলা থেকে শুরু করে খাদ্যগুদাম পর্যন্ত ইঁদুরে বিনষ্ট করে উৎপাদিত খাদ্যশস্যের ৩০ শতাংশ।তাছারা ইঁদুর নিধনে যেই বিষ প্রয়োগ করা হয় সেই বিষের প্রভাবে অন্যান্য প্রাণীও আক্রান্তত হয়ে থাকে।এতে পরিবেশের মারাত্মক ভারসাম্য হানি হয়। এই বিষ খাদ্য বস্তুর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে নানা বিধ মারাত্মক রোগের প্রভাব বিস্ততার করে , যা আর্থিক ও মানুষিক ভাবে ক্ষতি গ্রস্থ করে আমদেরকে । উল্লেখ্য কৃষি কর্মকর্তাদের মতে একটি দারাজ সাপ প্রায় ৩ বিঘা ফসলী জমির ইদুর নিধন করতে সক্ষম।তাই আমরা কীটনাশক ও বিষ প্রয়গ থেকে সরে এসে যদি পরিবেশবান্ধব সাপ সংরক্ষণ করি তাহলে আমরা অনেক উপকৃত হবো।এতে প্রতিবছর ইঁদুর দমন অভিযানের মাধ্যমে অর্থ ব্যয় এর পরিমাণও কমে যাবে। ইঁদুরের কবল থেকে এদেশকে মুক্ত করতে চাইলে,,, দারাজ সাপ উৎপাদন, সংরক্ষন ও প্রকৃতি থেকে সাপের বংশ বৃদ্ধি নিশ্চিত করতে হবে এবং আমাদের দেশের সকল মানুষকে দারাজ সাপ সহ সকল সাপ সম্পর্কে সঠিক ধারনা প্রদান করে সাপ সংরক্ষণ করতে হবে যা কৃষি ও কৃষকের জন্য উপকারী। (

  ইঁদুর  মাঠের  ও  ঘরের  শস্য  নষ্ট  ছাড়াও  বৈদ্যুতিক  তার, টেলিফোন  তার  ও  কম্পিউটার  যন্ত্র  কেটে  নষ্ট  করে। এছাড়া  বড় সড়ক  বাঁধ,  রেললাইনে  গর্ত  করে  তা  ক্ষতিগ্রস্ত করে।  বন্যার  পানি  ঢুকে  তা  নষ্ট  হয়।  এ জন্য এর ক্ষতির পরিমাণ পরিসংখ্যানগতভাবে নির্ণয় করা কঠিন। কাজেই ফসল ও সম্পদের ক্ষতি রোধ, জনস্বাস্থ্য রক্ষা ও দূষণমুক্ত পরিবেশের স্বার্থে ইঁদুর সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে ক্ষেত-খামার, বসতবাড়িসহ সর্বত্র ইঁদুরমুক্ত করার লক্ষ্যে ইঁদুর নিধনে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে। ) কৃষি তথ্য সার্ভিস

No comments:

Post a Comment