Tuesday, December 20, 2016

Mock Viper

Mock Viper :


ইংরেজি নাম  Mock Viper । পাহাড়ি অঞ্চলে থাকে বলে একে পাহাড়ি সাপ বলা হয়। 
বৈজ্ঞানিক  নাম  Psammodynastes pulverulentus , Colubridae পরিবারের অন্তর্ভুক্ত। 

  
আকার ও আকৃতিঃ এরা লম্বায় ৪৪ থেকে ৬৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। অনেক 
সময় ৭৭ সেন্টিমিটার পর্যন্ত পাওয়া যায়। পুরুষ Mock Viper মহিলাটির তুলনায় আকারে ছোট হয়। 


খাদ্যঃ এদের প্রধান খাদ্য তালিকাতে আছে ব্যাঙ ,টিকটিকি, অঞ্জন ও গিরিগিটি । মাঝে মাঝে এরা এদের থেকে আকারে ছোট অন্য সাপও খেয়ে থাকে। বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে প্রকৃতির এক অসাধারণ ভূমিকা পালন করে থাকে পাহাড়ি এই সাপটি ।

  
সভাবঃ  বাংলাদেশের  পাওয়া যায় এমন বেশীরভাগ সাপের মতোই এই সাপটিও আক্রমণাত্মক স্বভাবের নয় । Mock Viper প্রায় নির্বিষ (Mildly venomous) প্রজাতির সাপ । এর কামড়ে সামান্য সংক্রামণ হইতে পারে যা গুরুতর কিছুই নয়। 

 
প্রজননঃ জুলাই থেকে সেপ্টেম্বর এদের প্রজননের সময়। এই সময়ে স্ত্রী Mock Viper ৩ থেকে ১০ টি বাচ্চা  জন্ম দেয় । 


No comments:

Post a Comment