Tuesday, December 20, 2016

Checkered Keelback

                              ঢোঁড়া সাপ বেঁচে থাকুক আমাদের প্রয়োজনে 

 ইংরেজি নাম Checkered Keelback বৈজ্ঞানিক নাম Xenochrophis piscator বাংলায় ঢোঁড়া সাপ দেশের পরিচিত সাপের মধ্যে অন্যতম । এর আরেকটি নাম জলঢোঁড়া সাপ, জলের সান্নিধে বেশির ভাগ সময় থাকে বলে এই নামকরণ হয়েছে।

আকার ও আক্রিতিঃ সাপটির দৈর্ঘ্য ১৫০ থেকে ১৬০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। দেহের রঙ উপরিভাগ হলুদাভ সাদাটের সঙ্গেজুড়ে বাদামি বা কালো রঙের ছককাটা ছোপ ছোপ দাগ থাকে। দেহের নিচের অংশ চক চকে হলদে সাদাটে হয়ে থাকে । মাথার রঙ বাদামি। চোখের নিচে থেকে ওপরের ঠোঁট পর্যন্ত কালো একটা রেখা থাকে। ঢোঁড়া সাপের চোখ বড় ও বৃত্তাকার কোটর হয়ে থাকে ।

খাদ্যঃ এদের খাদ্য তালিকায় আছে ব্যাঙ ,ইঁদুর, ছোট মাছ, পাখি , গিরগিটি ইত্যাদি । 
অবস্থানঃ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে দেখতে পাওয়া যায় । এরা সাধারণত পুকুর, ডোবা খাল- বিল,ফসলী জমি যেই খানে অল্প বিস্তর পানি থাকে ঐ সকল জায়গাতে বেশি দেখতে পাওয়া যায় । এদেরকে মাঝে মাঝে সমতল ভুমি ও পাহাড়ি অঞ্চলেও দেখতে পাওয়া যায় ।
 প্রকৃতিতে এদের ভুমিকাঃ  ব্যাঙ ও ইঁদুর খেয়ে খাদ্য শৃঙ্খলের এক অসাধারন ভুমিকা পালন করে ঢোঁড়া সাপ।কৃষক জমিতে কীটনাশক ব্যাবহারের ফলে খাবারের দ্বারা আমাদের শরীরের মাঝে ও এর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আক্রান্ত হতে পারি বিভিন্ন মরণ ঘাতি রোগে। এতে আমাদের যেমন কর্ম ক্ষমতা হরাই তেমনি আর্থসামাজিক ক্ষেত্রেও অনেক ক্ষতির সম্মুখীন হই ।তাই আমরা যদি অযথা সাপ হত্যা না করি , কৃষক জমিতে বিষ প্রয়োগ না করে সাপ সংরক্ষণ করে তাহলে দেখা যাবে এই বিষ এর কারণে যেই রোগ হয় তা থেকে আমরা রক্ষা পাবো অপর দিকে আমরা আর্থ সামাজিক ক্ষেত্রেও উপকৃত হবো।
 নির্বিষ প্রজাতির হলেও সব চেয়ে বেশী আক্রোশের শিকার এই প্রজাতির সাপটি ।আমাদের অজ্ঞতার কারনে যখন এরা খাবারের খোঁজে লোকালয়ে আসে তখন আমরা এদেরকে মেরে ফেলি। ক্রমাগত মানুষের আবাসভূমির বিস্তার, কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ, জলাশয় ভরাট করে বসতি স্থাপনে এদের আবাসস্থল সংকোচনের পাশাপাশি জলাভূমি দূষিত হয়ে যাওয়ায় এরা খাদ্য এবং আশ্রয় হারাচ্ছে।  
 পরিবেশ এর ভারসাম্য এর জন্য আমাদের বন্দু ঢোঁড়া সাপের রক্ষ্যায় সবাই সচেতন হই। 

 বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল ১ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত।

PC: 1. Mohammad Quamruzzaman Babu
        2. Rasel Debbarma
        3. Prosenjit Debbarma
 তথ্যসূত্রঃ
1. তফসিল -১ ( রক্ষিত বন্যপ্রাণী ) উভচর , বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০,২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা- ১১৮৪৪৭।
2. Amphibians and Reptiles of Bangladesh - M. Kamrul Hasan , M. Monirul H. Khan , M. Mostafa Feeroz
3. A Guide To Wildlife - M. Monirul H. Khan

No comments:

Post a Comment