Tuesday, December 20, 2016

Striped Keelback

বাংলা নামঃ দাগি ধোরা সাপ
ইংরেজি নামঃ Striped Keelback
বৈজ্ঞানিক নামঃ Amphiesma stolatum
Non-venomous

  ইংরেজি নাম Striped Keelback বৈজ্ঞানিক নাম Amphiesma stolatum  বাংলায় দাগি ঢোঁড়া সাপ দেশের পরিচিত সাপের মধ্যে অন্যতম । কোন কোন অঞ্চলে একে ঘেহন টিয়া সাপও বলে থাকে। এরা Colubridae গোত্রের অন্তর্ভুক্ত । 


আকার ও আক্রিতিঃ মাঝারি আকারের সাপটির দৈর্ঘ্য ৬০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। মাথা ঘাড় থেকে স্বতন্ত্র । এইটির ঘাড় থেকে লেজের শেষাংশ পর্যন্ত দুইটি হলুদ দাগ আছে। দেহের ওপরের অংশ নীলাভ বাদামি বা বাদামি রঙের । মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত কালো রঙের ক্রস চিহ্ননের মতো দাগ থাকে এবং লেজের অংশের দাগ হাল্কা থাকে। দেহের নিচের অংশ সাদাটে ।


 প্রজননঃ

 খাদ্যঃ

 সভাবঃ

 অবস্থানঃ


  প্রকৃতিতে এদের ভুমিকাঃ

  তথ্যসূত্রঃ 



6 comments:

  1. ঘেন্টিয়া সাপ ( দিনাজপুর, ঠাকুরগাঁও

    ReplyDelete
  2. বামুনী ঢোঁড়া সাপ , হেলে সাপ , ঘরকুনো সাপ.Rajshahi.

    ReplyDelete
  3. ভেমটা/ভেপটা সাপ (চাঁপাইনবাবগঞ্জ), চট্রগ্রামেও সুতানলি বলে, Ghenti

    ReplyDelete
  4. মাত্রই একটাকে দেখলাম বাড়িতে।

    ReplyDelete